
এইচএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ প্রশ্ন ও উত্তর : বিলাসী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এইচএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ প্রশ্ন ও উত্তর : বিলাসী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
লেখক পরিচিতি:
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) হরিশপুর গ্রামে (খ) দেবানন্দপুর গ্রামে
(গ) লাহিনীপাড়া গ্রামে (ঘ) কাঁঠালপাড়া গ্রামে উ:খ
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭৬ খ্রিষ্টাব্দে (খ) ১৮৭৭ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৮৯ খ্রিষ্টাব্দে উ: ক
৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
(ক) শ্যামাকান্ত চট্টোপাধ্যায় (খ) উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
(গ) মতিলাল চট্টোপাধ্যায় (ঘ) নীহাররজ্ঞন চট্টোপাধ্যায় উ: গ
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
(ক) ১৮ বছর (খ) ২১ বছর
(গ) ২৩ বছর (ঘ) ২৪ বছর উ: ঘ
৫. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) জীবানন্দ দাশ
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) প্রমথ চৌধুরীর উ: গ
৬. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি?
(ক) মহেশ (খ) মন্দির
(গ) বিলাসী (ঘ) হরিলিক্ষ্মী উ:খ
৭. শরৎচন্দ্র কোন গল্পের জন্য ‘কুন্তলীন’ পুরস্কার পেয়েছিলেন?
(ক) মহেশ (খ) মন্দির
(গ) ছবি (ঘ) বিলাসী উ:খ
৮. ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
(ক) ভ্রমণকাহিনী (খ) ছোটগল্প
(গ) উপন্যাস (ঘ) আত্মজীবনী উ: গ
৯. ‘চরিত্রহীন’ কে রচনা করেন?
(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ (খ) হুমায়ূন আহমেদ
(গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উ: ঘ
১০. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
(ক) ঘরে-বাহিরে (খ) চোখের বালি
(গ) রাজসিংহ (ঘ) শ্রীকান্ত উ: ঘ
১১. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ (খ) হুমায়ূন আহমেদ
(গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উ: ঘ
১২. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করেন?
(ক) ১৯৩৩ সালে (খ) ১৯৩৪ সালে
(গ) ১৯৩৫ সালে (ঘ) ১৯৩৬ সালে উ: ঘ
১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩৮ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৯ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৪১ খ্রিষ্টাব্দে উ: ক
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) কলকাতা (খ) হুগলী
(গ) আসাম (ঘ) রেঙ্গুনে উ: ক
পাঠ পরিচিতি
১৫. ন্যাড়া স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
(ক) এক ক্রোশ (খ) দুই ক্রোশ
(গ) তিন ক্রোশ (ঘ) চার ক্রোশ উ:খ
১৬. ন্যাড়া ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি?
(ক) দূরের স্কুলের সুনাম থাকায় (খ) কাছের স্কুল বন্ধ থাকায়
(গ) কাছে স্কুল না থাকায় (ঘ) কাছের স্কুলের দুর্নাম থাকায় উ: গ
১৭. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগ কে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দ্রুত অতিক্রম করতে হয়?
(ক) ৪০ ভাগকে (খ) ৬০ ভাগকে
(গ) ৮০ ভাগকে (ঘ) ১০০ ভাগকে উ: গ
১৮. ‘সরস্বতী খুশি হয়ে বর দিবেন কী- এ কথার কারণ কী?
(ক) ছাত্রদের কষ্ট (খ) ছাত্রদের আগ্রহ
(গ) ছাত্রদের খুশি (ঘ) ছাত্রদের শহরমুখীতা উ: ক
১৯. ‘কামস্কাটকার’ রাজধানী কোথায় কোন গল্পে উল্লেখ আছে?
(ক) বিলাসী (খ) অপরিচিতা
(গ) একটি তুলসী গাছের কাহিনী (ঘ) আহবান উ: ক
২০. মাঝেমাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো?
(ক) বিলাসীর সাথে (খ) মৃত্যুঞ্জয় এর সাথে
(গ) মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে (ঘ) বুড়ো মারোর সাথে উ:খ
২১. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক এর গবেষণার বিষয়’ উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে?
(ক) বিশ্বাস (খ) ব্যঙ্গ
(গ) বিস্ময় (ঘ) হতাশা উ:খ
২২. ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে?
(ক) বাবর খাঁ (খ) হালাকু খাঁ
(গ) চেঙ্গিস খাঁ (ঘ) তোগলক খাঁ উ: ঘ
২৩. বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?
(ক) ফাস্ট ক্লাসে (খ) সেকেন্ড ক্লাসে
(গ) থার্ড ক্লাসে (ঘ) ফোর্থ ক্লাসে উ: গ
২৪. গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল?
(ক) মৃত্যুঞ্জয়ের (খ) বিলাসীর উ: ক
(গ) ন্যাড়ার (ঘ) খুড়ার
২৫. মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?
(ক) আম-কাঁঠাল (খ) পেয়ারা-লিচু উ: ক
(গ) কল-আনারস (ঘ) আপেল-কমলা
২৬. মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে?
(ক) চাকরি দ্বারা (খ) আমবাগান জমা দিয়ে
(গ) ব্যবসা করে (ঘ) সাপ খেলা দেখিয়ে উ:খ
২৭. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল?
(ক) ভাইপোর নানাবিধ সুনাম করা
(খ) ভাইপোর নানাবিধ দুর্নাম করা
(গ) ভাইপোর সঙ্গে ঝগড়া করা
(ঘ) ভাইপোর নানাবিধ সেবা করা উ:খ
২৮. মৃত্যুঞ্জয়ের বাগানে অর্ধেক অংশকে নিজের বলে কে দাবি করত?
(ক) খুড়া (খ) ন্যাড়া
(গ) সাপুড়ে (ঘ) ভুদেববাবু উ: ক
২৯. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) হাইকোর্টের নির্দেশ (খ) স্রষ্টার নির্দেশে
(গ) জজকোর্টের নির্দেশে (ঘ) খুড়ার নির্দেশে উ:খ
৩০. `বিলাসী’ গল্পের মৃত্যুঞ্জয় প্রসঙ্গে `সুনাম’ কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে?
(ক) দুর্নাম (খ) সম্মান
(গ) খ্যাতি (ঘ) প্রতাপ উ: ক
৩১. ‘বিলাসী’ গল্পে ন্যাড়া তার এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে কি বুঝাতে চেয়েছেন?
(ক) স্বামীর গুরুত্ব (খ) প্রেমের মহিমা
(গ) স্বেচ্ছাচারিতা (ঘ) মেকি স্বামীপ্রেম উ: ঘ
৩২. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কত দিন?
(ক) এক মাস (খ) দেড় মাস
(গ) আড়াই মাস (ঘ) দুই মাস উ:খ
৩৩. অসুস্থ মৃত্যুঞ্জয় কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়?
(ক) ভোরে (খ) দুপুরে
(গ) সন্ধ্যায় (ঘ) গভীর রাতে উ: গ
৩৪. যমরাজ মৃত্যুঞ্জয় এর সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
(ক) বুড়ো মালোর (খ) বিলাসীর
(গ) মৃত্যুঞ্জয় (ঘ) ন্যাড়ার উ:খ
৩৫. মৃত্যুঞ্জয় কে সেবা-যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
(ক) বিলাসী (খ) ন্যাড়া
(গ) খুড়া (ঘ) বুড়ো মালো উ: ক
৩৬. ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো- উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
(ক) মৃত্যুঞ্জয় (খ) বিলাসী
(গ) ন্যাড়া (ঘ) খুড়া উ:খ
৩৭. অসুস্থ থাকাকালীন মৃত্যুঞ্জয় কত দিন অচেতন অবস্থায় ছিল?
(ক) ৭-১০ দিন (খ) ৮-১২ দিন
(গ) ১০-১৫ দিন (ঘ) ১৫-২০ দিন উ: গ
৩৮. ন্যাড়াকে বনের পথ পার করে দিতে বিলাসী দ্বিধার মূল কারণ কোনটি?
(ক) ঘন জঙ্গলে সর্পদংশনের আশঙ্কা
(খ) একা ফিরতে ভয় পাওয়া
(গ) মৃত্যুঞ্জয় কে একা রেখে যাওয়া
(ঘ) রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা উ: গ
৩৯. ন্যাড়ার আত্মীয়া তার স্বামীর সাথে কত বছর নির্ভয় ঘর করেছিলেন?
(ক) ২২ বছর (খ) ২৩ বছর
(গ) ২৪ বছর (ঘ) ২৫ বছর উ: ঘ
৪০. মৃতুঞ্জয় কোন বংশের ছেলে?
(ক) মালো (খ) দত্ত
(গ) মিত্তির (ঘ) আচার্য উ: গ
৪১. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি?
(ক) বিলাসী রাতে রুটি খাওয়া (খ) বিলাসীর হাতে সন্দেশ খাওয়া
(গ) বিলাসীর হাতে মাংস খাওয়া (ঘ) বিলাসীর হাতে ভাত খাওয়া উ: ঘ
৪২. ‘গেল, গেল গ্রামটা রসাতলে গেল’- কেনো গ্রামটা রসাতলে গেল?
(ক) মৃত্যুঞ্জয় বিলাসীর প্রনয়ের কারণে
(খ) মৃত্যুঞ্জয় বিলাসীর সেবা গ্রহণের কারণে
(গ) মৃত্যুঞ্জয় বিলাসীকে বিবাহের কারণে
(ঘ) মৃত্যুঞ্জয় বিলাসীর জাত গ্রহণের কারণে উ: গ
৪৩. ‘যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম’- এই বস্তুটি প্রকৃতপক্ষে কী?
(ক) শ্রদ্ধা (খ) ভালোবাসা
(গ) শক্তি (ঘ) মূল্যবোধ উ:খ
৪৪. বিলাসীর আত্মমর্যাদাবোধ প্রকাশিত হয়েছে কোন উক্তিটির মাধ্যমে?
(ক) আমরা কেন মিছামিছি লোক ঠঁকাতে যাই
(খ) এসব তুমি আর কখনও করো না
(গ) বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো
(ঘ) বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও উ: গ
৪৫. ‘বিষহরির আজ্ঞা’ কী?
(ক) মন্ত্র (খ) বাণী
(গ) ধূয়া (ঘ) পুঁথি উ: ক
৪৬. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি?
(ক) সাপ ধরা (খ) শিকর বিক্রি
(গ) বিষ ছড়ানো (ঘ) খেলা দেখানো উ:খ
৪৭. ‘একলা যেতে ভয় করবে না তো- উক্তিটি কার?
(ক) ন্যাড়ার (খ) মৃত্যুঞ্জয়ের
(গ) বিলাসীর (ঘ) বুড়ো মালোর উ: গ
৪৮. ‘কাঁগজ তো ইঁদুর ও আনতে পারে’-উক্তিটি কার?
(ক) বিলাসীর (খ) ন্যাড়ার
(গ) মৃত্যুঞ্জয়ের (ঘ) মৃত্যুঞ্জয়ের খুড়ার উ: গ
৪৯. খরিশ গোখরাটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সমায় লেগেছিল?
(ক) মিনিট তিনেক (খ) মিনিট পাঁচেক
(গ) মিনিট সাতেক (ঘ) মিনিট দশেক উ:খ
৫০. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিল?
(ক) দশ দিন (খ) নয় দিন
(গ) সাত দিন (ঘ) আট দিন উ: গ
৫১. ‘বিলাসী’ গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে?
(ক) অসুখে (খ) বিষপানে
(গ) সর্প দর্শনে (ঘ) অনাহারে উ:খ
৫২. ‘বিলাসী’ গল্পে ছোট বাবু তাঁর স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন?
(ক) চার শ টাকা (খ) তিন শ টাকা
(গ) দুই শ টাকা (ঘ) এক শ টাকা উ: গ
৫৩. মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কিভাবে?
(ক) স্বজাতির হাতে খাবার খেয়ে (খ) উঁচু জাতের হাতে ভাত খেয়ে
(গ) নিচু জাতের হাতে ভাত খেয়ে (ঘ) বিধর্মী মানুষের রান্না খেয়ে উ: গ
৫৪. ‘নিকা’ শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বাগদান অর্থে (খ) বিয়ে অর্থে
(গ) হিল্লা অর্থের (ঘ) সম্বন্ধীয় অর্থ উ:খ
৫৫. কী দেখে ন্যাড়া বুঝতে পারল যে মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে?
(ক) তাদের জীবন প্রণালী দেখে (খ) তাদের বিত্ত-বৈভব থেকে
(গ) তাদের মুখে প্রসন্নতা দেখে (ঘ) তাদের কথাবার্তা শুনে উ: গ
৫৬. ‘পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে’- বাক্যাংশটিতে ‘সুখ্যাতি’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ব্যঙ্গ করে নিন্দা (খ) প্রশংসা করে সমাদ
(গ) ব্যাঙ্গ করে প্রশংসা (ঘ) নিন্দা করে সমাদর উ: ক
৫৭. মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটির নাম কী?
(ক) সাদা গোখরো (খ) পদ্মা গোখরো
(গ) কালো গোখরো (ঘ) খরিশ গোখরো উ: ঘ
৫৮. সাপে কামড়ানোর কত মিনিট পড়ে মৃত্যুঞ্জয় বমি করলো?
(ক) আট-দশ মিনিট (খ) দশ-বারো মিনিট
(গ) চৌদ্দ -পনের মিনিট (ঘ) পনেরো-কুড়ি মিনিট উ: ঘ
৫৯. ‘কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়’ ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় এর পরিবর্তন কোনটি?
(ক) জাত বিসর্জন (খ) বিয়ে
(গ) অন্নপ্রাশন (ঘ) অসুস্থতা উ: ক
৬০. ‘বিলাসী’ গল্পের জীবন প্রবাহে ফুটে উঠে এসেছে-
i যৌতুক প্রথা ii কুসংস্কার
iii ধর্মীয় গোড়ামি নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: গ
৬১. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’- এ উক্তিটি ইঙ্গিত করে-
i বর্ণ হিন্দু সমাজের রীতি-নীতির প্রতি
ii সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি
iii সমাজের অন্ধ বিশ্বাস ও সংকির্ণতার প্রতি-নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রচর সম্পত্তির মালিক রসুল। একদিন তার এক বন্ধু জাফর তার কাছে আশ্রয় চাইলে সে খুশি মনে জাফরকে নিজের ভাইয়ের মতো আশ্রয় দেয়। কিন্তু জাফর সুযোগ বুঝে রসুলকে এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ের রসুলের সমস্ত সম্পতি দখল করে নেয়।
৬২. উদ্দীপকের বন্ধু জাফর ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
(ক) বিলাসী (খ) ন্যাড়া
(গ) খুড়া (ঘ) মৃত্যুঞ্জয় উ: গ
৬৩. উভয় চরিত্রের মাঝে মিল-
i সম্পদ লিপ্সায় ii রক্ষণশীল মনোভাবের
iii কূটবুদ্ধির প্রয়োগ নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ:খ
৬৪. কামচাটকা উপদ্বীপটি কোন দেশের অন্তর্গত?
(ক) আমেরিকা (খ) রাশিয়া
(গ) ইংল্যান্ড (ঘ) জার্মান উ:খ
৬৫. কামচাটকা কী?
(ক) দ্বীপ (খ) উপদ্বীপ
(গ) সাগর (ঘ) মহাসাগর উ:খ
৬৬. আগেকার দিনের ‘থার্ড ক্লাস’ বর্তমান কোন শ্রেণীর সমান?
(ক) অষ্টম শ্রেণী (খ) নবম শ্রেণী
(গ) দশম শ্রেণী (ঘ) একাদশ শ্রেণী উ: ক
৬৭. ‘বিলাসী’ গল্পে বাঙ্গালির বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বাঙ্গালির আনন্দ (খ) বাঙ্গালির ক্রোধ
(গ) বাঙ্গালির দুঃখ (ঘ) বাঙ্গালির কষ্ট উ:খ
৬৮. ‘বিলাসী’ গল্পে ‘ধুচুনি’ শব্দের অর্থ কী?
(ক) বাঁশের ঝুড়ি (খ) বেতের ঝুড়ি
(গ) বাঁশের লাঠি (ঘ) বেতের লাঠি উ: ক
৬৯. কামাখ্যা কী?
(ক) পর্বত (খ) তীর্থস্থান
(গ) স্নানাগার (ঘ) সমুদ্র উ:খ
৭০. প্রত্নতাত্ত্বিক বলতে নিচের কোনটি বুঝায়?
(ক) সমাজতত্ত্ববিদ (খ) ধর্মতত্ত্ববিদ
(গ) পুরাতত্ত্ববিদ (ঘ) আইনতত্ত্ববিদ উ: গ
৭১. সাইবেরিয়া কোন দেশের অন্তর্গত?
(ক) রাশিয়া (খ) স্কটল্যান্ডে
(গ) স্পেন (ঘ) ইতালি উ: ক
৭২. কামচাটকা তে আগ্নেয়গিরি আছে কয়টি?
(ক) ১৪ টি (খ) ১৫ টি
(গ) ১৬ টি (ঘ) ১৭ টি উ: ঘ
৭৩. কামচাটকা কি নামে পরিচিত?
(ক) স্যামন মাছের দেশ (খ) সিল মাছের দেশ
(গ) ডলফিনের দেশ (ঘ) পেঙ্গুইনের দেশ উ: ক
৭৪. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
(ক) বাসল্ট (খ) ক্যাসপিয়ান
(গ) বৈকাল (ঘ) কাপ্তাই উ: গ
৭৫. ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত?
(ক) আসামে (খ) মিয়ানমারে
(গ) ত্রিপুরায় (ঘ) মিজোরামে উ: ক
৭৬. ‘বিলাসী’ গল্পে উল্লিখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি?
(ক) ফোর্থ ক্লাস (খ) ফার্স্ট ক্লাস উ:খ
(গ) সেকেন্ড ক্লাস (ঘ) থার্ড ক্লাস
৭৭. ‘বীণাপাণি’ কিসের দেবী?
(ক) বুদ্ধির (খ) অন্যের
(গ) বিদ্যার (ঘ) সিদ্ধির উ: গ
৭৮. ‘রম্ভা’ অর্থ কী?
(ক) আম (খ) জাম
(গ) কলা (ঘ) রচনা উ: গ
৭৯. ‘যমরাজ’ শব্দটির অর্থ কি?
(ক) মহারাজ (খ) ভয়
(গ) মৃত্যু (ঘ) দারোগা উ: গ
৮০. ‘এন্ট্রান্স’ কোন পরীক্ষার সমতুল্য?
(ক) মাধ্যমিক (খ) উচ্চমাধ্যমিক
(গ) বিএ (ঘ) এমএ উ:খ
৮১. হুমায়ূন কে ছিলেন?
(ক) মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট (খ) আকবরের জৈষ্ঠ্য ছেলে
(গ) পাঠান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা (ঘ) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
৮২. ‘এডেন’ কি?
(ক) গ্রাম (খ) শহর
(গ) নগর (ঘ) বন্দর উ: ঘ
৮৩. গিয়াসউদ্দিন তুঘলক কে ছিলেন?
(ক) বাদশাহ (খ) সম্রাট
(গ) পর্যটক (ঘ) সুলতান উ:খ
৮৪. সত্যযুগ বলতে হিন্দু পুরাণে বর্ণিত কোন যুগকে বোঝানো হয়েছে?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) চতুর্থ উ: ক
৮৫. কৃতবিদ্যা শব্দটির অর্থ কি?
(ক) বাণী (খ) বিদ্বান
(গ) ছাত্র (ঘ) বিদ্যাশিক্ষা উ:খ
৮৬. পুরাণ মতে কোন যুগে অন্যায়, অসভ্য, অধর্মের বাড়াবাড়ি ঘটবে?
(ক) সত্য যুগে (খ) ত্রেতা যুগে
(গ) দ্বাপর যুগে (ঘ) কলি যুগে উ: ঘ
৮৭. ‘ভারতী’ পত্রিকায় ‘বিলাসী’ গল্পের কোন সংখ্যার প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৩২৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় (খ) ১৩২৫ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায়
(গ) ১৩২৫ বঙ্গাব্দের আষাঢ় সংখায় (ঘ) ১৩২৫ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় উ: ক
৮৮.‘বিলাসী’ গল্পের প্রতিপাদ্য বিষয় কী?
(ক) ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেম
(খ) সমাজের বিধিবিধানের মহাত্ত
(গ) পল্লী জীবনের সুখ-দুঃখের কারণ
(ঘ) সাঁপুড়েদের বর্ণিল জীবন কাহিনী উ: ক
৮৯. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) বঙ্গদর্শন পত্রিকায় (খ) ভারতী পত্রিকায়
(গ) সরদা পত্রিকা (ঘ) সবুজপত্র পত্রিকা উ:খ
৯০. ‘বিলাসী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে উ: ঘ
৯১. ‘বিলাসী’ গল্প পড়ে জানা যাবে-
i সত্যিকারের প্রেমের স্বরূপ ii রক্ষণশীল সমাজ ব্যবস্থার স্বরূপ
iii মানসিক সংকীর্ণতা স্বরূপ নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
পাঠ্য বইয়ের প্রশ্ন ও উত্তর
১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ উক্তিটি কার?
(ক) ন্যাড়ার (খ) মৃত্যুজ্ঞয়ের
(গ) বিলাসীর (ঘ) খুড়ার উ: গ
২. ‘মহত্বের কাহিনী আমাদের অনেক আছে।’ এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ব্যঙ্গার্থে (খ) প্রশংশার্থে
(গ) ক্ষোভার্থে (ঘ) নিন্দার্থে উ: ক
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এ সমায় কিছুতেই কোথাও যাবেন না।
৩. অনুচ্ছেদের সঙ্গে বিলাসী গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো-
i নারীর প্রতি নির্যাতন ii কুসংস্কারাছন্ন সমাজ
iii গ্রামীণ বিচার ব্যবস্থা নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়ে?
i প্রতিবাদী নারীসত্তা ii নির্যাতিত নারী
iii কুসংস্কারের শিকার নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii উ: ঘ
মুসা স্যার, বাংলা, 01713211910
 +88 01713 211 910
                                    +88 01713 211 910
                                