
এইচএসসি সিলেবাস প্রশ্নের ধারা ও মান বণ্টন বাংলা ২য় পত্র সেশন ২০২৪-২০২৫
সিলেবাস প্রশ্নের ধারা ও মান বণ্টন
এইচএসসি শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫
এইচএসসি পরীক্ষা ২০২৬
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র
(কোভিড ১৯ এর কারণে এইচএসসি ২০২০ এর পরীক্ষা হয়নি অটোপাস হয়েছে। এইচএসসি ২০২১ থেকে এইচএসসি ২০২৪ পর্যন্ত পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা হয়নি। তবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে।)
প্রথম পত্রের সিলেবাসের লিংক
এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটি নিম্নরূপ
ক্রম |
দ্বিতীয় পত্রের পূর্ণ সিলেবাস |
|
ব্যাকরণ ৩০ নম্বর |
নম্বর বিভাজন |
|
১ |
বাংলা উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়ম -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
|
৫ |
২ |
বাংলা বানানের নিয়ম এইচএসসি বানান শুদ্ধীকরণ -OnlineRedingRoom (onlinereadingroombd.com) |
৫ |
৩ |
বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি (পদ) #এইচএসসি, ব্যাকরণিক শব্দশ্রেণি: পদ -OnlineRedingRoom (onlinereadingroombd.com) |
৫ |
৪ |
বাংলা শব্দগঠন ( উপসর্গ, প্রত্যয় , সমাস)
|
৫ |
৫ |
বাক্যতত্ত্ব #এইচএসসি বাক্যতত্ত্ব -OnlineRedingRoom (onlinereadingroombd.com) |
৫ |
৬ |
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ |
৫ |
|
নির্মিতি ৭০ নম্বর |
|
৭ |
পারিভাষিক শব্দ ও অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) |
১০ |
৮ |
দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষাণ , প্রতিবেদন |
১০ |
৯ |
পত্র ( আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, ক্ষুদে বার্তা, বৈদ্যুতিন চিঠি বা ইমেইল) |
১০ |
১০ |
সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ এবং ভাব-সম্প্রসারণ |
১০ |
১১ |
সংলাপ ও ক্ষুদে গল্প রচনা |
১০ |
১২ |
প্রবন্ধ –নিবন্ধ রচনা |
২০ |
|
মোট |
১০০ |
https://onlinereadingroombd.com
মুসা স্যার
অধ্যাপক বাংলা
অনলাইন রিডিং রুম বিডি. কম
www.onlinereadingroombd.com
নমুনা প্রশ্ন
এইচ এস সি পরীক্ষা ২০২৬
বাংলা (আবশ্যিক)
দ্বিতীয়পত্র
বিষয় কোড : |
1 |
0 |
2 |
সময়- ৩ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়।]
নম্বর
১। (ক) উদাহরণসহ প্রমিত বাংলায় ‘অ’ উচ্চারণের ৫টি নিয়ম লেখ। ৫
অথবা,
(খ) যে কোনো ৫টি শব্দের উচ্চারণ লেখ :
নিঃস্ব, ঐক্য, অকালকুষ্মাণ্ড, দক্ষ, বিজ্ঞান, শ্লেষ্মা, মর্যাদা, জ্ঞাতব্য।
উচ্চারণ নির্ণয় লিংক
HSC প্রমিত উচ্চারণ: উচ্চারণ নির্ণয় -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
২। (ক) আধুনিক বাংলা বানানের ৫টি নিয়ম উদাহরণসহ লেখ । ৫
বানানের নিয়ম লিংক:
এইচএসসি বাংলা বানানের নিয়ম -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
অথবা,
(খ) যে কোনো ৫টি শব্দের বানান শুদ্ধ কর:
বৈচিত্র, বৈদগ্ধ, শান্তনা, লজ্জাস্কর, আকংখা, বুদ্ধিজীবি, পীপিলিকা, স্নেহাশীষ, সমিচিন।
এইচএসসি বানান শুদ্ধীকরণ -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
৩। (ক) সর্বনাম পদের শ্রেণিবিভাগ দেখাও। ৫
অথবা,
(খ) নিম্ন লিখিত যে কোনো ৫টি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর
i. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ii. বাঃ! চমৎকার একটা গল্প লিখেছ ।
iii. যথা ধর্ম তথা জয়। iv. শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। v. শ্রম বিনা সাফল্য লাভ হয় কি? vi. নজরুল তো আর দুজন হয় না। vii. মোদের গরব মোদের আশা। viii. তিনি হো হো করে হেসে উঠলেন ।
৪। (ক) প্রত্যয়ের নামসহ যে কোনো ৫টি শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর: ৫
দোলনা, উপ্ত, ডিঙা, ত্যাগ, দ্রাঘিমা, ঘাতক, রাঁধুনি, তনিমা ।
অথবা,
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো ৫টি):
শিক্ষামন্ত্রী, কাজলকালো, আশীবিষ, শাতাব্দী, প্রাণপাখি, পসুরি, বকধার্মিক, কানাকানি।
৫। (ক) গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ এদের পরিচয় দাও। ৫
অথবা
(খ) বাক্যরূপান্তর কর ( যে কোনো ৫টি) :
i. যারা নির্বোধ তারা এ কথা বিশ্বাস করবে (সরল ) |
ii. সূর্য পূর্ব দিকে উঠে। (নেতিবাচক) |
iii. বিদ্বান হলেও তাঁর অহঙ্কার নেই। (যৌগিক ) |
iv. তিনি আর নেই। (যৌগিক) |
v. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। (জটিল ) |
vi. ফুলটি খুব সুন্দর। (বিস্ময়বোধক ) |
vii. আমি কলেজে পড়ি (যৌগিক) |
viii. আমরা নড়লাম না। (অস্তিবাচক) |
৬। (ক) যে কোনো ৫টি বাক্য শুদ্ধ করে লেখ: ৫
i. ওরা এক ঝাঁকের মাছ তো, তাই চালচলনও একরকম।। |
ii. ছেলেটি দারুণ সুবুদ্ধিমান। |
iii. আপনার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। |
iv. আকন্ঠপর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
v. সবিনয়পূর্বক বিষয়টি জানতে চাই। |
vi. দশচক্রে ঈশ্বর ভূত। |
vii. খবরটি শুনে আমি উদ্বেলিত হয়েছি। |
viii. বান্দরবন পার্বতীয় এলাকা। |
অথবা
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
৭। (ক) যে কোনো ১০টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ: ১০
Acknowledgement, Banquet, Forecast, Green-room, Embargo, Fiction, Hostage, Invoice, Lease, Manuscript, Public service, Quarterly, Racism, Vice-versa, War-crime.
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলা ভাষায় অনুবাদ কর ঃ
Bangladesh is a democratic country. In a democratic country any boy or girl can become the most important person. He does not need money. He does not need powerful friends. He needs the three things-ability, integrity and hard work. Bangladesh also needs people with three things.
৮। (ক) তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত কর। ১০
অথবা,
(খ) তোমার কলেজে ’১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান অতিথির একটি মঞ্চ ভাষণ তৈরি কর।
৯। (ক) তোমার কলেজের একজন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছে, তাকে অভিনন্দন জানিয়ে একটি ক্ষুদেবার্তা প্রেরণ কর। ১০
অথবা,
(খ) নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর।
১০। (ক) সারাংশ লেখ : ১০
যাহারা স্বয়ং চেষ্টা করেন আল্লাহ তাহাদের সহায় হন। পৃথিবীতে যাহারা বড় লোক হইয়াছেন তাহাদের প্রত্যেকের জীবনী পাঠ করিলেই আমরা এই শিক্ষাই পাইয়া থাকি। বিদ্যাই হউক আর ধনই হউক পরিশ্রম না করিলে কেহ তাহা লাভ করিতে পারে না। এক রাজপুত্র এক পণ্ডিতকে বলিয়াছিলেন, ”মহাশয়! সাধারণ লোক পরিশ্রম করিয়া বিদ্যা লাভ করিয়া থাকে। আমি রাজপুত্র, পরিশ্রমে অভ্যস্ত নহি। আমার জন্য কি বিদ্যা অর্জনের কোন সহজ পথ করিয়া দিতে পারেন না ?’ পণ্ডিত কহিলেন, ”রাজার বা রাজপুত্রের জন্য বিদ্যা শিক্ষার স্বতন্ত্র উপায় নাই।” অনেক বালক আছে যাহারা শিক্ষক মহোদয়ের সাহায্যের উপর নির্ভর করিয়া থাকে। অভিধান খুলিয়া কষ্ট স্বীকার না করিয়া অর্থ পুস্তকের সাহায্য গ্রহণ করে। এইরূপ লোক কখনও জগতে উন্নতি লাভ করিতে পারে না।
অথবা,
(খ) ভাবসম্প্রসারণ কর:
স্বদেশের উপকারে নেই যার মন
কে বলে মানুষ তারে ? পশু সেই জন।
১১। (ক) বাংলা নববর্ষের উদযাপন বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। ১০
অথবা,
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে ‘মানবতা’ বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা কর :
মধ্য রাতে পথ চলার সময় একটি কান্নার আওয়াজ এল রনির কানে।...
১২। নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ : ২০
(ক) গণতন্ত্র ও বাংলাদেশ
(খ) পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা
(গ) ডিজিটাল বাংলাদেশ
(ঘ) পরিবেশ দূষণ: করণ ও প্রতিকার
(ঙ) শীতের সকাল
মুসা স্যার
অধ্যাপক বাংলা
অনলাইন রিডিং রুম বিডি. কম
www.onlinereadingroombd.com