
বিসিএস: সাধারণ জ্ঞান আন্তর্জাতিক: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ধর্ম
বিসিএস: সাধারণ জ্ঞান আন্তর্জাতিক: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: ধর্ম
১. ইসলাম শব্দের অর্থ কোনটি?
উত্তর: আনুগত্য, আত্মসমর্পণ
২. রিসালাত কী?
উত্তর: আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো
৩. আল-কুরআনে কতজন নবী-রাসুলের নাম এসেছে?
উত্তর: ২৫ জন
৪. মুসলিম জাতির আদি পিতা কে?
উত্তর: হযরত ইব্রাহিম (আ.)
৫. হযরত ইব্রাহিম (আ)-এর মাজার কোথায় অবস্থিত?
উত্তর: হেবরনে
৬. নবীগণের উত্তরাধিকারী -
উত্তর: আলিমগণ
৭. "Every soul shall have a taste of death". In which surah of the Holy Qur'an this statement has been mentioned ?
উত্তর: Al-i-Imran
৮. আখিরাতের প্রথম স্তর -
উত্তর: বারযাখ
৯. যে সম্মানিত ফেরেশতাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে?
উত্তর: কিরামন কাতেবীন
১০. কবরে প্রশ্নকারী ফেরেশতাদ্বয় হচ্ছেন-
উত্তর: মুনকার-নাকির
নিচের প্রশ্নগুলো এমসিকিউ আকারে অনলাইনে ফ্রি পরীক্ষা দিতে নিচের লিংকে ক্লিক করুন
OnlineRedingRoom || ধর্ম (BCS)
১১. প্রধান প্রধান আসমানী কিতাব কতটি ?
উত্তর: ৪টি
১২. তওরাত অবতীর্ণ হয় কোন রাসূলের উপর ?
উত্তর: মুসা (আ)
১৩. Which of the following Holy book was revealed to Hazrat Daud (peace be upon him) ?
উত্তর: Zabur
১৪. কুরআন শব্দটি আরবী কোন ধাতু হতে উৎপত্তি?
উত্তর: কার্উন
১৫. আল কুরআনের অপর নাম কোনটি?
উত্তর: আল ফুরকান
১৬. How long did it take for the revelation of the Holy Qur'an
ওহীর মাধ্যমে সমগ্র কুরআন শরীফ কত বছরে নাযিল হয়?
উত্তর: ২৩ বছরে
১৭. The Holy Quran has chapters (Paras).
উত্তর: 30
১৮. পবিত্র কোরআনে কয়টি সুরা ও কয়টি আয়াত?
উত্তর: সুরা ১১৪, আয়াত ৬৬৬৬
১৯. কোন যুদ্ধে সর্বাধিক হাফিযে কুরআন শহীদ হন?
উত্তর: ইয়ামামার যুদ্ধ
২০. আল-কুরআনের আয়াতসমূহের মূল বিন্যাসকারী কে?
উত্তর: আল্লাহ তাআলা
২১. কুরআন মাজীদ গ্রন্থাকারে সর্বপ্রথম কে লিপিবদ্ধ করেন?
উত্তর: হযরত আবু বকর (রা.)
২২. আবু বকর রা. কর্তৃক সংকলিত আল কুরআনের পাণ্ডলিপিটি সংরক্ষিত ছিল -
উত্তর: উমর রা. এর নিকট
২৩.‘জামিউল কুরআন' কার উপাধি?
উত্তর: ওসমান (রা.)
২৪. কোন খলিফার সময়কালে আরবি বর্ণমালার নোকতা ও হরকত সংযোজিত হয়?
উত্তর: আব্দুল মালিক
২৫. পবিত্র কুরআনে হরকত যুক্ত করেন কে?
উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ
২৬. আরবী ভাষায় স্বরচিহ্নের উদ্ভাবক -
উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ
২৭. Who is the protector of the Holy Quran ? / পবিত্র কোরআনের রক্ষাকারী কে?
উত্তর: God
২৮. আল-কুরআনের প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি?
উত্তর: সুরা ফাতিহা
২৯. কোন সুরাকে উম্মুল কুরআন বলা হয়?
উত্তর: সুরা ফাতিহা
৩০. আল্লাহর পরিচয় সম্পর্কিত সুরা কোনটি?
উত্তর: সুরা ইখলাস
৩১. In which surah woman's rights have been stated?
উত্তর: Surah An-Nisaa
৩২. উত্তরাধিকার আইন কোন সুরায় আলোচিত হয়েছে?
উত্তর: আন নিসা
৩৩. The largest surah in the Holy Quran is - Or, পবিত্র কুরআনের দীর্ঘতম সুরার নাম কি?
উত্তর: Surah Baqarah
৩৪. কোন সুরাকে কুরআনের কলব বলা হয়?
উত্তর: সুরা-ইয়াসীন
৩৫. আল কুরআনে কোন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে?
উত্তর: জায়েদ ইবনে হারিসা (রা.)
৩৬. Which of the following Surah is called the "Heart of the Glorious Qur'an"?
উত্তর: Surah Ya-sin
৩৭. কোন সুরায় ২ বার বিসমিল্লাহ রয়েছে?
উত্তর: সুরা নমল
৩৮. কুরআনের বর্ণনা অনুযায়ী মুসা (আ.)-এর লাঠি কিসের আকৃতি ধারণ করেছিল?
উত্তর: সাপ
৩৯. কোন প্রাণীর নামে কুরআনে সুরা রয়েছে?
উত্তর: মাকড়সা
৪০. সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি?
উত্তর: সুরা নসর
৪১. বিশ্বের একমাত্র কোরআন জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সৌদি আরবে
৪২. ‘হাদীস' শব্দের অর্থ-
উত্তর: কথা
৪৩. হাদিস অস্বীকারকারীদের অবস্থান -
উত্তর: কাফির
৪৪. কোন সাহাবী লেখার মাধ্যমে সর্বাধিক হাদীস সংরক্ষণ করেন -
উত্তর: আব্দুল্লাহ ইবন উমর ইবন আস রা.
৪৫. কার নির্দেশে হাদীস সংকলন শুরু হয়?
উত্তর: হযরত উমর ইবন আব্দুল আজিজের নির্দেশে
৪৬. সরকারি নির্দেশে সর্বপ্রথম কোন মুহাদ্দিস হাদীস সংকলন করেন-
উত্তর: ইবন শিহাব আয-যুহরী র.
৪৭. সিহাহ্ সিত্তাহ্ বলতে কোন গ্রন্থসমূহ বোঝানো হয়?
উত্তর: বিশুদ্ধ ছয়টি হাদীস গ্রন্থ
৪৮. হাদিসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ-
উত্তর: সহীহ বুখারি
৪৯. ‘সহীহ বুখারী’ গ্রন্থ -প্রণেতার প্রকৃত নাম কী ?
উত্তর: মুহাম্মদ ইব্ন ইসমা'ঈল
৫০. মুসলিম শরীফের সংকলক কে?
উত্তর: আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ
৫১. ইবাদতের মূল উদ্দেশ্য কী?
উত্তর: আল্লাহর সন্তুষ্টি অর্জন
৫২. ইসলামের রুকন কতটি?
উত্তর: ৫
৫৩. ঈমানের শাখা কয়টি?
উত্তর: সত্তরের অধিক
৫৪. ‘সালাত' শব্দের অর্থ কি?
উত্তর: দো'আ
৫৫. ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো -
উত্তর: সালাত ত্যাগ
৫৬. আযানের ধ্বনির প্রথম স্বপ্ন দেখেন-
উত্তর: আব্দুল্লাহ ইবনে যায়িদ রা.
৫৭. কোন সময় থেকে আযানের প্রচলন শুরু হয়?
উত্তর: প্রথম হিজরী
৫৮. Name of the first Mu Azzin in Islam was-/ ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
উত্তর: Hazrat Belal (R)
৫৯. প্রকাশ্যে নামাযের প্রথম ঘোষণা প্রদান করেন কে?
উত্তর: হযরত ওমর (রা.)
৬০. কসরের সালাত কখন পড়তে হয়?
উত্তর: মুসাফির অবস্থায়
৬১. জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কত গুণ বেশি সাওয়াব পাওয়া যাবে?
উত্তর: সাতাশগুণ
৬২. নামাজের নিষিদ্ধ সময় কয়টি?
উত্তর: ৩ টি
৬৩. আল-বায়তুল আতিক বলা হয়-
উত্তর: মসজিদুল হারামকে
৬৪. পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি?
উত্তর: কাবা শরীফ
৬৫. বাংলাদেশে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি নরওয়ের মুসলমানরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে?
উত্তর: দক্ষিণ
৬৬. ইসলামী অর্থনীতিতে যাকাত আদায় করা –
উত্তর: ফরয
৬৭. যাকাত শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: বৃদ্ধি পাওয়া
৬৮. কোন ইবাদত ইসলামের সেতুবন্ধন?
উত্তর: যাকাত
৬৯. ইসলামী অর্থনীতিতে শতকরা কত টাকা যাকাত আদায় করা ফরয?
উত্তর: ২.৫ টাকা
৭০. যাকাত হিসেবে স্বর্ণের নিসাব কত?
উত্তর: সাড়ে সাত তোলা
৭১. যাকাত বণ্টনের খাত কয়টি?
উত্তর: ৮ টি
৭২. কোনটি যাকাতযোগ্য সম্পদ নয়?
উত্তর: কারখানার যন্ত্রপাতি
৭৩. ফসলের যাকাতকে কী বলে?
উত্তর: উশর
৭৪. সেচের মাধ্যমে উৎপাদিত ফসলের উশর কত?
উত্তর: বিশভাগের একভাগ
৭৫. রাসুল (সা.) এর বাণী, 'সাওম ...... স্বরূপ।'
উত্তর: ঢাল
৭৬. কোন ইবাদতে রিয়া নেই?
উত্তর: সাওম
৭৭. ‘সাওম' ফরয হয় -
উত্তর: হিজরী ২য়
৭৮. মুসলমানদের বিশ্ব-সম্মেলন কোনটি?
উত্তর: হজ্জ্ব
৭৯. হজ্জ কোন ধরনের ইবাদত?
উত্তর: আর্থিক ও শারিরীক
৮০. হজ্জ কত প্রকার?
উত্তর: ৩
৮১. হজ্জের ফরয কয়টি?
উত্তর: ৩টি
৮২. হজ্জের রুকন কোনটি?
উত্তর: তাওয়াফে যিয়ারত
৮৩. কোন নবীর আমল থেকে হজ্জের প্রচলন হয়?
উত্তর: ইব্রাহীম (আ.)
৮৪. জীবনে কতবার হজ্জ করা ফরয?
উত্তর: একবার
৮৫. পবিত্র কাবাকে ধ্বংস করতে চেষ্টা করেন?
উত্তর: আবরাহা
৮৬. বিখ্যাত ‘সোফিয়া’ মসজিদটি অবস্থিত –
উত্তর: তুরস্কে
৮৭. পবিত্র আযমীর শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থান
৮৮.হযরত মুহাম্মদ (স)-এর জন্মস্থান-
উত্তর: মক্কা
৮৯. মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম-মৃত্যুর তারিখ--
উত্তর: ১২ রবিউল আউয়াল
৯০. ইসলাম পূর্ব আরবদের রাষ্ট্র জীবনের ভিত্তি ছিল -
উত্তর: গোত্রীয় শাসন
৯১. হযরত মুহাম্মদ (স.) কোন গোত্রে পালিত হয়েছিলেন -
উত্তর: বানু সা'দ
৯২. শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন-
উত্তর: হযরত আলী (রা.)
৯৪. কোন ফেরেশতাকে রুহুল আমিন বলা হয়?
উত্তর: জিবরাঈল আ.
৯৫. হযরত মুহাম্মদ (স.) কোন সালে নবুওয়াত প্রাপ্ত হন?
উত্তর: ৬১০
৯৬. আল-কুরআনের ভাষ্যমতে হাজার রাত অপেক্ষা শ্রেষ্ঠ রাত কোনটি?
উত্তর: লাইলাতুল কদর
৯৭. হেরা গুহা কোন পাহাড়ে অবস্থিত?
উত্তর: জাবালুন নূর
৯৮. প্রথম ওহী নাজিল হয় কোন পাহাড়ে?
উত্তর: হেরা
৯৯. কোন রাতে পবিত্র কুরআন নাযিল হয়?
উত্তর: শবে কদর রাতে
১০০. The first message of the Quran was -
উত্তর: Iqra
১০১. কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেন?
উত্তর: আবিসিনিয়া
১০২. হযরত মুহাম্মদ (স.) কোথায় থেকে মেরাজ গমন করেন?
উত্তর: জেরুজালেম
১০৩. Where is Al Aqsa Mosque located?
আল-আকসা মসজিদ কোথায়?
উত্তর: Jerusalem
১০৪. আল-আকসা মসজিদটি অবস্থিত-
উত্তর: ইসরায়েলে
১০৫. আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: জেরুজালেম
১০৬. পবিত্র বায়তুল মোকাদ্দাস মসজিদ নিম্নলিখিত শহরে অবস্থিত?
উত্তর: জেরুজালেম
১০৭. হযরত মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
উত্তর: ৬২২ খ্রিষ্টাব্দে
১০৮. হযরত মুহাম্মদ (সা.) কোথা থেকে কোথায় হিযরত করে-
উত্তর: মক্কা থেকে মদিনা
১০৯. মদিনা শরীফের পূর্ব নাম-
উত্তর: ইয়াসরিব
১১০. ইসলামের ইতিহাসে ... শহরের অধিবাসীগণ ‘আনসার' হিসেবে পরিচিত ছিলেন-
উত্তর: মদিনা
১১১. রাসূল (স) কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মাণ কাজে অংশ নেন?
উত্তর: মসজিদে নববী
১১২. জান্নাতুল বাক্বী কী?
উত্তর: মদিনার একটি কবরস্থান
১১৩. মদিনা সনদ কত খ্রিষ্টাব্দে প্রণীত হয়?
উত্তর: ৬২২
১১৪. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?Or,
The first written constitution of the world is -
উত্তর: মদীনা সনদ
১১৫. পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত চুক্তিপত্র কোনটি?
উত্তর: মদিনার সনদ
১১৬. মদিনা সনদে কয়টি ধারা ছিল?
উত্তর: ৪৭টি
১১৭. মুসলমানদের সাথে কাফিরদের প্রথম যুদ্ধ -
উত্তর: বদর
১১৮. বদরের যুদ্ধ সংঘটিত হয়-
উত্তর: ৬২৪ সালে
১১৯. বদরের প্রান্তর কোথায় অবস্থিত?
উত্তর: মদিনার ৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে
১২০. হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়—
উত্তর: ৬২৮ খ্রি.
১২১. হুদাইবিয়ার সন্ধির লেখক -
উত্তর: হযরত আলী [রা.
১২২. ‘ফাতহুম মুবীন' বলতে কোন বিজয়কে বুঝানো হয়?
উত্তর: হুদায়বিয়ার সন্ধি
১২৩. মুসলিমদের মক্কা বিজয় সংঘটিত হয়—
উত্তর: ৬৩০ খ্রি.
১২৪. কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রা.) তাঁর সমুদয় সম্পত্তি দান করেছিলেন?
উত্তর: তাবুক
১২৫. মহানবী (সাঃ) এর নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কী?
উত্তর: তাবুক অভিযান
১২৬. মহানবী (স.) কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর: ২৭টি
১২৭. বিদায় হজ্জ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৬৩২ খ্রিষ্টাব্দে
১২৮. রাসূলুল্লাহর (স.) এর বাণী “তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি”- এগুলো কী?
উত্তর: কুরআন ও সুন্নাহ
১২৯. When did Prophet Hajrat Mohammad (Sallallaho alihe wasallam) die? / মহানবী হযরত মুহাম্মদ (সা:) কবে ইন্তেকাল করেন?
উত্তর: ৮ জুন ৬৩২
১৩০. ‘সাইফুল্লাহ' খেতাবে ভূষিত হয়েছিলেন –
উত্তর: খালিদ বিন ওয়ালিদ
১৩২. সর্বশেষ সাহাবি কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন?
উত্তর: ১১০ হিজরি
১৩৩. মাইকেল হার্ট একশত জন বিশ্ববরেণ্য নেতার ক্রিয়া-কর্ম বিশ্লেষণ করে এক নম্বর স্থান দিয়েছেন -
উত্তর: হযরত মোহাম্মদকে
১৩৪.“দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর”- উক্তিটি
উত্তর: হযরত মুহম্মদের (স.)
১৩৫. হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?
উত্তর: বেদ
১৩৬. হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থের নাম
উত্তর: বেদ
১৩৭. ‘বেদ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: জ্ঞান
১৩৮. বেদ কয়টি?
উত্তর: ৪টি
১৩৯. উপনিষদের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ব্রহ্মজ্ঞান লাভ
১৪০. উপনিষদ কত প্রকার?
উত্তর: বারো
১৪১. ‘গীতা’ কোন ধর্ম গ্রন্থের অন্তর্গত?
উত্তর: মহাভারত
১৪২. দেবী সরস্বতী কিসের প্রতীক?
উত্তর: বিদ্যা
১৪৩. দেবী স্বরস্বতীর বাহন কী?
উত্তর: হংস
১৪৪. শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন?
উত্তর: বসুদেব
১৪৫. হিন্দুমতে মান্ধাতা ছিলেন . যুগের শাসক ।
উত্তর: সত্যযুগ
১৪৬. সোমনাথ মন্দির ভারতের কোন অংশে অবস্থিত?
উত্তর: গুজরাট
১৪৭. When was Lord Buddha born?
উত্তর: 560 BC
১৪৮. গৌতম বুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: নেপাল
১৪৯. গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
উত্তর: লুম্বিনী
১৫০. গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হলো- (Lumbini, the birthplace of Gautam Buddha, is in-)
উত্তর: নেপালে (Nepal)
১৫১. গৌতম বুদ্ধের আসল নাম -
উত্তর: সিদ্ধার্থ
১৫২. ‘সিদ্ধার্থ' নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য
উত্তর: গৌতম বুদ্ধ
১৫৩. লাইট অব এশিয়া কার উপাধি?
উত্তর: গৌতমবুদ্ধ
১৫৪. গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান হলো-
উত্তর: বুদ্ধগয়া
১৫৫. The concept of 'Nirvana' is associated with-Or,
নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
উত্তর: Buddhism
১৫৬. ‘নির্বাণ লাভ” বলতে কি বোঝায়?
উত্তর: পরজন্ম হতে মুক্তি পাওয়া
১৫৭. ‘অহিংসা পরম ধর্ম’ কোন ধর্মের মূলমন্ত্র?
উত্তর: বৌদ্ধ
১৫৮. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি?
উত্তর: ত্রিপিটক
১৫৯. বৌদ্ধদের উপসনালয়ের নাম কি?
উত্তর: প্যাগোডা
১৬০. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর: পাকিস্তানে
১৬১. সাঁচীর স্থপ একটি?
উত্তর: বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য
১৬২. বোরোবুদুর কী?
উত্তর: মন্দির
১৬৩. বোরোবুদুর কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া
১৬৪. আংকর ওয়াট কোন দেশে?
উত্তর: কম্বোডিয়া
১৬৫. যিশুখ্রিস্টের জন্মস্থান কোথায়?
উত্তর: জেরুজালেম
১৬৬. বর্তমান পৃথিবীতে কোন ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচেয়ে বেশি?
পৃথিবীতে সর্ববৃহৎ জনসংখ্যা-
উত্তর: খ্রিষ্টান
১৬৭. ইতিহাস খ্যাত ‘বেথেলহাম' কোথায় অবস্থিত?
উত্তর: ফিলিস্তিন
১৬৮. বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
উত্তর: হিব্রু
১৬৯. মার্টিন লুথার একজন-
উত্তর: ধর্ম সংস্কারক
১৭০. সুইস গার্ড কার নিরাপত্তা বিধান করে?
উত্তর: পোপ
১৭১. Pope is the sovereign of which country?
উত্তর: Vatican City
১৭২. Where is Pope Francis from?Or,
বর্তমান পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক
উত্তর: Argentina
১৭৩. পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি -
উত্তর: ভ্যাটিক্যান প্রাসাদ
১৭৪. ভ্যাটিকান কি?
উত্তর: ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা
১৭৫. ভ্যাটিক্যান কী?
উত্তর: পোপের পীঠস্থান
১৭৬. ভ্যাটিকান কোন শহরের পাশে অবস্থিত?
উত্তর: রোম
১৭৭. Wailing Wall অবস্থিত-
উত্তর: জেরুজালেমে
১৭৮. হ্যালোইন (Halloween) কি?
উত্তর: ধর্মীয় উৎসব
১৭৯. জৈন ধর্মের প্রচলন হয় কখন?
উত্তর: বৈদিক যুগে
১৮০. জৈন ধর্মের সর্বমোট প্রচারক -
উত্তর: ২৪ জন
১৮১. তীর্থঙ্করের ধারণা কোনটির সঙ্গে সম্পৃক্ত?
উত্তর: জৈন ধৰ্ম
১৮২. জৈন ধর্মের প্রবর্তক-
উত্তর: মহাবীর
১৮৩. জৈন ধর্মের সর্বশেষ প্রচারক -
উত্তর: মহাবীর
১৮৪. জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন-
উত্তর: ক্ষত্রিয়
১৮৫. জৈন ধর্মগ্রন্থের নাম
উত্তর: আগামাস
১৮৬. শিখ ধর্মের প্রবর্তক ছিলেন-
উত্তর: গুরু নানক
১৮৭.‘গ্রন্থসাহেব’ কাদের গ্রন্থ?
উত্তর: শিখ ধর্মাবলম্বীদের
১৮৮. শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত –
উত্তর: অমৃতসর
১৮৯.“সিনাগগ’ কাদের ধর্মীয় উপাসনালয়?
উত্তর: ইহুদি
১৯০. ইহুদিদের ধর্মগ্রন্থের নাম -
উত্তর: ওল্ড টেস্টামেন্ট
১৯১. কোন ধর্মের ধর্মযাজককে ‘র্যাবাই’ বলা হয়?
উত্তর: ইহুদি ধর্ম
১৯২. কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?
উত্তর: জেরুজালেম
১৯৩. ইহুদী, খ্রিষ্টান ও মুসলিম সকলের নিকট পবিত্র স্থান হলো?
উত্তর: বায়তুল মোকাদ্দাস
১৯৪.‘ফালুন গং’ কী?
উত্তর: চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
১৯৫. Which of the following is the largest Muslim country in terms of population?
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: Indonesia
১৯৬. is the second largest muslim country in the world.
ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
উত্তর: Pakistan
১৯৭. In terms of Muslim population, the rank of Bangladesh is:
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
উত্তর: Third
১৯৮. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
উত্তর: কাজাকিস্তান
১৯৯. আফ্রিকার মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: সুদান
২০০. বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল কোনটি?
উত্তর: নেপাল
২০১. থাই মুসলমানদের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে
উত্তর: দক্ষিণ
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910