
বিসিএস: সাধারণ জ্ঞান আন্তর্জাতিক: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: খেলাধুলা
বিসিএস: সাধারণ জ্ঞান আন্তর্জাতিক: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: খেলাধুলা
১. Now-a-days sports are a popular source of- বর্তমানে খেলাধুলা কিসের অন্যতম জনপ্রিয় মাধ্যম-
উত্তর: Entertainment
২. Which of the following is the odd one?
উত্তর: Table-Tennis
৩. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
উত্তর: ইংল্যান্ড
৪. ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত-
উত্তর: ইংল্যান্ড
৫. ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব?
উত্তর: মেলবোর্ন ক্লাব
৬. ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয়-
উত্তর: ১৭৭৪ সালে
৭. The length of a cricket pitch is-Or,
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য-
উত্তর: 22 yards (২২ গজ)
৮. ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলো-
উত্তর: ৬৬ ফুট
৯. ক্রিকেট পিচের দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ -
উত্তর: ২১.২১ মি. ও ৩.৫০ মি.
১০. ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে?
উত্তর: উইলো গাছ
নিচের প্রশ্নগুলো এমসিকিউ আকারে অনলাইনে ফ্রি পরীক্ষা দিতে নিচের লিংকে ক্লিক করুন
OnlineRedingRoom || বৈশ্বিক খেলাধুলা ও টুর্নামেন্ট (BCS)
১১. ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: ৯৬.০ সেমি x ১০.৮ সেমি
১২. What is the minimum diameter of a standard cricket ball? / ক্রিকেট বলের ন্যূনতম ব্যাস কত?
উত্তর: 7.13 cm
১৩. On which playing field would you find ten pieces of wooden sticks not in the hand of any player?/ কোনো খেলার মাঠে দশ টুকরা লাঠি থাকে কিন্তু তা কোন খেলোয়াড়ের হাতে থাকেনা?
উত্তর: Cricket pitch
১৪. ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়া দু'জন লোক থাকে যারা খেলা পরিচালনা করে। তাদের নাম কি?
উত্তর: আম্পায়ার
১৫. বর্তমানে ক্রিকেট ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?
উত্তর: ৯টি
১৬. ব্যাটসম্যান আউট হয়-
উত্তর: হিট উইকেট হলে
১৭. ক্রিকেটে এলবিডব্লু অর্থ-
উত্তর: লেগ বিফোর উইকেট
১৮. ‘এল বি ডব্লিউ’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: ক্রিকেট
১৯. ‘বোল্ড আউট’-এর ইংরেজি বানান কি?
উত্তর: Bowled out
২০. ক্রিকেট খেলায় একটি নো-বলে কোন আউটটি হয়?
উত্তর: রান আউট
২১. ‘ডট বল’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: ক্রিকেট
২২. In cricket, a run taken when the ball passes the batsman without touching his bat or body called-
উত্তর: bye
২৩. ক্রিকেটের টাই-ব্রেকিং পদ্ধতি কি?
উত্তর: বোল আউট
২৪. Duckworth-Lewis Method কি?
উত্তর: ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
২৫. ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ করে প্রথম কোন দেশের খেলার ফলাফল নির্ধারণ করা হয়?
উত্তর: জিম্বাবুয়ে-ইংল্যান্ড
২৬. আইসিসি (ICC) ইংরেজিতে কি বোঝায়?
উত্তর: International Cricket council
২৭. ICC-এর প্রতিষ্ঠাকাল -
উত্তর: ১৯০৯ সালের ১৫ জুন
২৮. ICC office has been shifted from Lords, England to -
ICC - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: Dubai
২৯. টেস্ট ক্রিকেট খেলার অনুমতি প্রাপ্ত দেশের সংখ্যা কত?
উত্তর: বারো
৩০. ক্রিকেটে ২০১৭ সালে ১১তম ও ১২তম দেশ হিসাবে টেস্ট মর্যাদা পায় যথাক্রমে
উত্তর: আয়ারল্যান্ড ও আফগানিস্তান
৩১. কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
উত্তর: ১৮৭৭
৩২. The term 'Ashes' is related to which game?
‘অ্যাশেজ' কথাটি কোন খেলার সাথে জড়িত?
উত্তর: Cricket
৩৩. অ্যাশেজ কোন দুটি দেশের প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয়?
উত্তর: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
৩৪. ১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?
উত্তর: ৪টি
৩৫. একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় ?
উত্তর: ৫ জানুয়ারি ১৯৭১
৩৬. বিশ্বকাপ ক্রিকেট কত সালে শুরু হয়?
উত্তর: ১৯৭৫ সালে
৩৭. Which country was the final venue of the first Cricket World Cup?Or
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়?
উত্তর: ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডসে
৩৮. বিশ্বকাপ ক্রিকেট খেলা সাধারণত কত বছর পরপর হয়?
উত্তর: ৪
৩৯. প্রথম বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলার দুটি প্রতিদ্বন্দ্বী দল-
উত্তর: অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ
৪০. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন কে?
উত্তর: ক্লাইভ লয়েড
৪১. ‘Man of the match’ award is given to the player is-
উত্তর: Cricket
৪২. অস্ট্রেলীয় ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে?
উত্তর: দুইবার
৪৩. কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
উত্তর: নাসের হোসেন
৪৪. টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরিয়ান কে?
উত্তর: ডন ব্রাডম্যান
৪৫. একদিনের ক্রিকেটে ‘সর্বকালের সেরা' হিসাবে কোন খেলোয়াড় বিবেচিত হন?
উত্তর: শচীন টেন্ডুলকার
৪৬. Sachin Tendulkar made his test debut in-
উত্তর: 1988
৪৭. শচীন টেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচটি কোন দেশের বিরুদ্ধে খেলেন?
উত্তর: পাকিস্তান
৪৮. Who is the first cricketer to score a double century in an innings in one day cricket ?/একদিনের ক্রিকেটে এক ইনিংসে কোন ক্রিকেটার প্রথম দ্বিশত রান করেন?
উত্তর: Charles Coventry
৪৯. শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ম্যাচে সর্বমোট কয়টি সেঞ্চুরি করেছেন?
উত্তর: ১০০
৫০. শচীন টেন্ডুলকার তার বিদায়ী টেস্ট খেলেন কোন স্টেডিয়ামে?
উত্তর: ওয়াংখেড়ে
৫১. ২০০৮ সালে ভারতের কোন ক্রিকেটার ‘পদ্মভূষণ' উপাধি লাভ করেন -
উত্তর: শচীন টেন্ডুলকার
৫২. প্রথম ক্রীড়াবিদ হিসেবে ‘ভারতরত্ন” খেতাব বিজয়ী কে?
উত্তর: শচীন টেন্ডুলকার
৫৩. ‘রিচার্ড হ্যাডলি’ বিখ্যাত-
উত্তর: ক্রিকেটার হিসাবে
৫৪. প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান কত?
উত্তর: ৫০১
৫৫. দু'বার বিশ্বকাপ শিরোপা জয়ী ক্রিকেট অধিনায়ক -
উত্তর: ক্লাইভ লয়েড
৫৬. Who captained India when she won The World Cup Cricket Trophy in 1983?
Ans. Kapil Dev.
৫৭. Who obtained 500 wickets in test cricket for the first time? Or,
Which of the following bowler obtained 500 test wickets for the first time in the history of test cricket?
উত্তর: Qourtney Walsh
৫৮. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দ্বিশতক করেন কে?
উত্তর: ক্রিস গেইল
৫৯. The first player to score 10,000 runs in T20 Cricket is -
উত্তর: Chris Gayle
৬০. Six Machine কোন ক্রিকেটারের আত্মজীবনী?
উত্তর: ক্রিস গেইল
৬১. কে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড় নয়?
উত্তর: জ্যাক ক্যালিস
৬২. কোন ক্রিকেটার ‘অক্সফোর্ড ব্লু' ছিলেন?
উত্তর: ইমরান খান
৬৩. টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ক্রিকেট মৌসুমে Calender year-এ সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার-
উত্তর: মোহাম্মদ ইউসুফ
৬৪. একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: পাকিস্তানের জালাল উদ্দিন
৬৫. ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির বলটি করেন কোন ফাস্ট বোলার?
উত্তর: শোয়েব আখতার
৬৬. বার্মি আর্মি-
উত্তর: ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গোষ্ঠী
৬৭. আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
উত্তর: ১৪-১৬
৬৮. ফুটবলের পরিধি কত?
উত্তর: ৬৮-৭০ সে.মি.
৬৯. আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের মাপ কত?
উত্তর: ১১৫ গজ × ৭৫ গজ
৭০. ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল কতজন খেলোয়াড় বদল করতে পারে?
উত্তর: ৩
৭১. ফুটবল খেলায় কয়ভাবে ট্যাকলিং করা যেতে পারে?
উত্তর: তিনভাবে
৭২. What do we call a man who controls a game of football?
উত্তর: Goalkeeper
৭৩. কোন সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
উত্তর: ১৮৪৮ সালে
৭৪. বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় -
উত্তর: ১৯৩০ সালে
৭৫. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪ বৎসর পরপর
৭৬. ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ -
উত্তর: উরুগুয়ে
৭৭. দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন-
উত্তর: ইতালি
৭৮. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে-
উত্তর: ব্রাজিল
৭৯. How many times did Brazil win the Football world cup?/ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর: 5
৮০. Which country won the World Cup Football Trophy four times? Or,
বিশ্বকাপ ফুটবলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে-
উত্তর: Germany
৮১. Durand Cup is associated with the game of - / ডুরান্ড কাপ' কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর: Football
৮২. এশিয়ান কাপ ফুটবল ট্রফির নাম-
উত্তর: মারদেকা
৮৩. 'ফুটবল যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তর: ১৯৬৯
৮৪. জিনেদিন জিদান কতবার ‘ওয়ার্ল্ড ফুটবলার অব দি ইয়ার' নির্বাচিত হয়েছেন?
উত্তর: তিনবার
৮৫. জুলে রিমে কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: ফরাসি
৮৬. বিশ্বকাপ ফুটবলে প্রথম ট্রফির নাম কি?
উত্তর: জুলে রিমে
৮৭. জুলে রিমে শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত
উত্তর: বিশ্বকাপ ফুটবল
৮৮. কোন ফুটবল খেলোয়াড় দক্ষিণ আমেরিকার নাগরিক নন?
উত্তর: প্লাতিনি
৮৯. ডিয়োগো ম্যারাডোনা কে?
উত্তর: একজন ফুটবল খেলোয়াড়
৯০. বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা কোন দেশের অধিবাসী?
উত্তর: আর্জেন্টিনা
৯১. Who scored the highest number of goals in international football matches for Argentina?/ আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: Lionel Messi
৯২. Lionel Messi plays for the club / লিওনেল মেসি কোন ক্লাবের পক্ষে খেলে থাকেন?
উত্তর: Barcelona
৯৩. পরপর তিনবার ব্যালন ডি আর জয়ী বিশ্বসেরা ফুটবলার -
উত্তর: লিওনেল মেসি
৯৪. নেইমার ও লিওনেল মেসি যে দুটো দেশের ফুটবলার, সে দেশ দুটোর নাম হচ্ছে-
উত্তর: ব্রাজিল এবং আর্জেন্টিনা
৯৫. The Famous footballer 'Pele' comes from- / বিখ্যাত ফুটবলার ‘পেলে’র জন্ম হয় –
উত্তর: Brazil
৯৬. পেলে কোন খেলার কিংবদন্তী নায়ক?
উত্তর: ফুটবল
৯৭.‘কালো মানিক' কাকে বলা হয়?
উত্তর: পেলে
৯৮. 'Joga Bonito' means-
উত্তর: Beautiful game
৯৯. কোন ফুটবল খেলোয়াড়ের ছবি প্রথম বারের মতো তার দেশের কাগজী মুদ্রায় ছাপা হয়েছে?
উত্তর: জর্জ বেস্ট
১০০. ভক্তরা কোন ফুটবল খেলোয়াড়কে 'উইজাড অব দ্য ড্রিবল' নামে ডাকতেন?
উত্তর: স্যার স্ট্যানলি ম্যাথুজ
১০১. টোটাল ফুটবলের জনক কে?
উত্তর: জোহান ক্রুইফ
১০২. টোটাল ফুটবলের জনক জোহান ক্রুইফ কোন দেশের নাগরিক?
উত্তর: নেদারল্যান্ডস
১০৩. 'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত-
উত্তর: ফুটবলার হিসাবে
১০৪. বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা-
উত্তর: মিরোস্লাভ ক্লোসা
১০৫. মিয়া হ্যাম একজন -
উত্তর: মহিলা ফুটবল খেলোয়াড়
১০৬. The home country of footballer Drogba is / ফুটবলার দ্রোগবার জন্মভূমি কোনটি?
উত্তর: Ivory Coast
১০৭. টেনিস খেলার জন্ম কোথায়?
উত্তর: ইংল্যান্ডে) অস্ট্রেলিয়ায়
১০৮. লন টেনিস (ডাবল) কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত?
উত্তর: 78'× 36'
১০৯. The word ‘volly' is used in which game?
উত্তর: Lawn Tennis
১১০. The term 'Grand Slam' is associated with which of the following sports?Or,
Grand Slam- কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর: Tennis
১১১. গ্র্যান্ডস্লাম খ্যাতি অর্জনের জন্য এক বছরে কয়টি ট্রফি জিততে হয়?
উত্তর: ৪টি
১১২. For which sports is the Wimbledon competition held every year?
উত্তর: Lawn Tennis
১১৩. Where is Wimbledon, a great center of tennis game located? টেনিসের বিখ্যাত কেন্দ্র উইম্বলেডন কোথায় অবস্থিত?
উত্তর: England
১১৪. Wimbledon is famous for-
উইম্বলডন কোন খেলার জন্য পরিচিত?
উত্তর: Lawn Tennis Championships
১১৫. Which sport is associated with Davis Cup?
কোন খেলার প্রতিযোগিতায় ডেভিস কাপ দেয়া হয়?
উত্তর: Tennis
১১৬. Martina Hingis is a-/ fofo -
উত্তর: Tennis Player
১১৭. The lady to win the Wimbledon title successfully nine times was -/ কোন মহিলা সফলভাবে সর্বোচ্চ নয়বার উইম্বলেডন শিরোপা জয় করেন?
উত্তর: Martina Navratilova
১১৮. Who won six consecutive Wimbledon singles titles in the 1980s?
উত্তর: Martina Navratilova
১১৯. Steffi Graf was a -/ স্টেফি গ্রাফ ছিলেন একজন-
উত্তর: Tennis Player
১২০. মারিয়া শারাপোভা কোন দেশের খেলোয়াড়?
উত্তর: রাশিয়া
১২১. The author of the book 'Unstoppable: My Life So Far' is-
উত্তর: Maria Sharapova
১২২. টেনিস তারকা কিম ক্লাইস্টার্স কোন দেশের খেলোয়াড়?
উত্তর: বেলজিয়াম
১২৩. Sonia Mirza is a-
উত্তর: Tennis Player
১২৪. কোন টেনিস খেলোয়ার মহিলা এককে একবারও ‘গ্রান্ড স্লাম' জিতেন নি?
উত্তর: সানিয়া মির্জা
১২৫. Grand Prix is associated with / 'গ্রান্ড প্রিক্স' কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: Lawn Tennis
১২৬. কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয়-
উত্তর: ভারতে
১২৭. কাবাডি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তর: ৭ জন
১২৮. বোনাস পয়েন্ট কোন খেলায় দেয়া হয়?
উত্তর: কাবাডি
১২৯. বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন?
উত্তর: থিসিয়াস
১৩০. মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পূর্ববর্তী নাম ছিল-
উত্তর: ক্যসিয়াস ক্লে
১৩১. Who won the much hyped recent boxing match, also called 'the fight of the century'?
উত্তর: Floyd Mayweather
১৩২. To which sport the name 'Usain Bolt' is related? / উসাইন বোল্ট নামটি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর: Athletics
১৩৩. What country is Usain Bolt originally fromOr
উসাইন বোল্ট কোন দেশের নাগরিক
উত্তর: Sudan
১৩৪. বিশ্বখ্যাত দৌড়বিদ কার্ল লুইস কোন দেশের নাগরিক?
উত্তর: যুক্তরাষ্ট্র
১৩৫. টেরি ফক্স রান কী?
উত্তর: দৌড় প্রতিযোগিতা যা প্রতি বছর ক্যান্সার গবেষণার তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হয়
১৩৬. অলিম্পিকে ম্যারাথন দৌড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয়?
উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ
১৩৭. To the nearest mile, what is the distance covered in the marathon run?/ ম্যারাথন দৌড়ে কত দূরত্ব (আসন্ন) অতিক্রম করতে হয়?
উত্তর: 26
১৩৮. Abebe Bikila won Gold Medal in Marathon in 1960 olympics without wearing shoes. He was the citizen of / ১৯৬০ সালে খালি পায়ে ম্যারাথন জয়ী আবেদা বিকিলা কোন দেশের নাগরিক?
উত্তর: Ethiopia
১৩৯. হকি খেলায় কয়জন রেফারি থাকেন?
উত্তর: ২ জন
১৪০. In what sports do players take both long and short corners ? / কোন খেলায় খেলোয়াড়েরা লং ও শর্ট কর্নার খেলে থাকেন?
উত্তর: Fair Hockey
১৪১. অলিম্পিকে সবচেয়ে বেশিবার হকি বিজয়ী কোন দেশ?
উত্তর: ভারত
১৪২. আন্তর্জাতিক হকিতে সর্বাধিক গোলদাতার নাম -
উত্তর: সোহেল আব্বাস
১৪৩. ভলিবল দলে কতজন প্লেয়ার থাকে?
উত্তর: ৬ জন
১৪৪. ভলিবল কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কত?
উত্তর: ১৮ মি. ও ৯ মি.
১৪৫. মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা কত?
উত্তর: ২.২৪ মিটার
১৪৬. রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট?
উত্তর: ভলিবল
১৪৭. সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম-
উত্তর: মাইকেল জর্ডান
১৪৮. মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: বাস্কেটবল
১৪৯. ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত?
উত্তর: 44'× 20'
১৫০. দ্বৈত ও একক ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্যের পার্থক্য কত?
উত্তর: একই দৈর্ঘ্যের
১৫১. ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তর: ১০৬টি
১৫২. ‘Thomas Cup' is related to / 'থমাস কাপ' কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: Badminton
১৫৩. World famous badminton player in women's singles-
উত্তর: Saina
১৫৪. সুইমিংপুলের লেনের চওড়া কত?
উত্তর: ২.৫ মিটার
১৫৫. FreeStyle, Breaststroke, Crawl-এ শব্দগুলো কোন খেলার সাথে জড়িত?
উত্তর: সুইমিং
১৫৬. ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়ার থাকে-
উত্তর: ১৪
১৫৭. বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উত্তর:অস্ট্রেলিয়া
১৫৮. মাইকেল ফেলপস একজন-
উত্তর: সাঁতারু
১৫৯. অলিম্পিকে সর্বোচ্চ স্বর্ণপদক লাভ করেছেন নিম্নের কোন ক্রীড়াবিদ?
উত্তর: মাইকেল ফেলপস
১৬০. মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন-
উত্তর: ২৩টি
১৬১. Par শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
উত্তর: গলফ
১৬২. ‘বগী' কথাটি ব্যবহৃত হয়
উত্তর: গলফে
১৬৩. ‘Fair Way' is related to
উত্তর: Golf
১৬৪. ‘Pitch Shot' is related to -
উত্তর: golf
১৬৫. The name ‘Tiger Woods' relates to which sport? / ‘টাইগার উডস’ নামটি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর: Golf
১৬৬. Name of the Golf Championship Trophy-
উত্তর: Ryder Cup
১৬৭. টেবিল টেনিস খেলার টেবিলের মাপ কত?
উত্তর: 9×5
১৬৮. টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা কত?
উত্তর: ২'-৬''
১৬৯. ‘টপ স্পিন' কথাটি জড়িত-
উত্তর: টেবিল টেনিসে
১৭০. বিশ্বের প্রাচীনতম খেলা কোনটি?
উত্তর: দাবা
১৭১. দাবা খেলার আদি নাম-
উত্তর: চতুরঙ্গ
১৭২. কোন খেলাকে চতুরঙ্গ বলা হয়?
উত্তর: দাবা খেলা
১৭৩. দাবা খেলার উৎপত্তি হয়েছে-
উত্তর: ভারত
১৭৪. দাবার বোর্ডের চতুষ্কোণী কয়টি ছক আছে?
উত্তর: ৬৪
১৭৫. দাবার সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: গ্র্যান্ডমাস্টার।
১৭৬. Viswanathan Anand is renowned for which of the following sports?/ বিশ্বনাথ আনন্দ কোন খেলার জন্য বিখ্যাত?
উত্তর: Chess
১৭৭. The term ‘Castling' is related to -
উত্তর: Chess
১৭৮. ফর্মুলা ওয়ান কি?
উত্তর: কার রেসিং প্রতিযোগিতা
১৭৯. কার রেসিং এর কিংবদন্তী SENA কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: ব্রাজিল
১৮০. কোন খেলার সাথে ‘ক্যানন' কথাটি ব্যবহৃত হয়?
উত্তর: বিলিয়ার্ড
১৮১. What is the national game of USA?/ যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি?
উত্তর: Baseball
১৮২. National Sport of Bhutan is -
ভুটানের জাতীয় খেলা-
উত্তর: Archery
১৮৩. তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: ভুটান
১৮৪. ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা-
উত্তর: ইন্দোনেশিয়া
১৮৫.‘সুমো’ কি?
উত্তর: জাপানি কুস্তি
১৮৬. The fighter of ‘Bull Fly Fight' in Spain is called —
স্পেনের ‘বুল ফ্লাই ফাইটে' যে লড়াই করে তাকে বলে-
উত্তর: Matador
১৮৭. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
উত্তর: ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
১৮৮. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-
উত্তর: ব্যারন পিয়েরে দ্য কুবার্তো
১৮৯. The Headquarters of the IOC is located at?
উত্তর: Lausanne
১৯০. অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ড
১৯১. When were the Olympic games held first?
উত্তর: In 1896
১৯২. আধুনিক অলিম্পিকের সূচনা এথেন্স নগরীতে কোন সালে?
উত্তর: ১৮৯৬
১৯৩. অলিম্পিক গেমসের প্রতীকে কতটি বৃত্ত আছে?
উত্তর: ৫টি
১৯৪. The 5 rings in Olympic Symbol represent/ অলিম্পিকের প্রতীকে ৫টি বৃত্ত নির্দেশ করে-
উত্তর: 5 Continents (৫টি মহাদেশ)
১৯৫. The symbol of Olympics consists of 5 rings joined together representing 5 continents. The colours are / অলিম্পিকের প্রতীকে পরস্পর সংযুক্ত ৫টি বৃত্ত ৫টি মহাদেশ নির্দেশ করে । বৃত্তগুলোর রঙ হলো-
উত্তর: Red, blue, yellow, green and black
১৯৬. Which of the following colours in used as a symbol of Olympic?/কোন রঙটি অলিম্পিকের প্রতীকে ব্যবহৃত হয়?
উত্তর: Red
১৯৭. পাঁচ রঙের অলিম্পিক পতাকায় হলুদ রং কোন মহাদেশের প্রতীক?
উত্তর: এশিয়া
১৯৮. কোন রং টি অলিম্পিক প্রতীকে ব্যবহৃত হয় না -Or,
Which of the following color is absent from Olympic flag?
উত্তর: সাদা
১৯৯. অলিম্পিক পতাকার কয়টি রঙ থাকে?
উত্তর: ৫টি
২০০. When were women first allowed to compete in the Olympics?
অলিম্পিকে কবে মহিলাদের প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়?
উত্তর: 1900
২০১. ১৯০০ সালে যে অলিম্পিকে মেয়েরা সর্বপ্রথম অংশগ্রহণ করেন, কোথায় সে অলিম্পিক অনুষ্ঠিত হয়
উত্তর: প্যারিসে
২০২. অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়-
উত্তর: ১৮৯৬ সালে
২০৩. বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: লন্ডন
২০৪. সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর: ১৮৯৬
২০৫. কত সালে ওয়াটার পলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: ১৯০০ সালে
২০৬. কোন অলিম্পিকে প্রথম ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়?
উত্তর: প্যারিস
২০৭. বাস্কেটবল খেলা কোন সালে প্রথম অলিম্পিকে প্রদর্শিত হয়-
উত্তর: ১৯০৪ সালে
২০৮. ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়?
উত্তর: প্রতিবন্ধীদের জন্য
২০৯. আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
উত্তর: প্রতি ৪ বছর পর
২১০. Summer Olympics is held every four years and Winter Olympics held in every-/ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়, শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় প্রতি বছর অন্তর?
উত্তর: 4 years
২১১. The winter Olympics started in –
উত্তর: 1924
২১২. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
উত্তর: ৪ বছর
২১৩. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল-
উত্তর: নয়াদিল্লিতে
২১৪. প্রতি কয় বছর পরপর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪ বছর
২১৫. এশিয়ান গেমস্- এ হকি কখন কোথায় প্রবর্তন করা হয়?
উত্তর: ১৯৫৮ সালে টোকিওতে
২১৬. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কাঠমান্ডু
২১৭. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
উত্তর: ১৯৮৪ সালে
Questions prepared
by
the Expert Teachers Panel
of